বজ্রপাতে প্রাণ গেল আরও ৭ জনের

কিশোরগঞ্জ, যশোর, হবিগঞ্জ, নওগাঁ, গাজীপুর ও রাজশাহীতে বজ্রপাতে সাতজনের মৃত্যু হয়েছ। আহত হয়েছে আরও পাঁচজন।

জেলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2018, 01:25 PM
Updated : 2 May 2018, 04:59 PM

বুধবার ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

এ নিয়ে চারদিনে দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে ৫০ জনের মৃত্যু হলো। রোববার ১৯ জন, সোমবার ১৪ জন, মঙ্গলবার ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে একজন নিহত ও দুইজন আহত হয়েছে।

দুপুর ১২টার দিকে উপজেলার দামপাড়ার হাওর এবং কারপাশার গণ্ডা হাওরে এ ঘটনা ঘটে বলে নিকলী থানার ওসি মো. সাসির উদ্দিন ভুইয়াঁ জানান।

নিহত মো. আলী আকবর (৩৫) উপজেলার দামপাড়া ইউনিয়নের শেখ নবীনপুর গ্রামের নীল মামুদের ছেলে।

আহত সাইকুল (৪৫) ও টিটুকে (১৩) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ওসি বলেন, টিটু ও সাইকুলসহ ১০/১২ জন কৃষক বাড়ির কাছের গন্ডা হাওরে ধান কাটছিল। এ সময় বজ্রপাতে সাইকুল ও টিটু আহত হয়। আর দামপাড়া হাওড়ে ধান কাটার সময় বজ্রপাতে নিহত হন আকবর।

নওগাঁ:

নওগাঁর মান্দা উপ‌জেলার বজ্রপাতে এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহত নাজমুল হক (২০) মহানগর নিচপাড়া গ্রা‌মের সাইফু‌দ্দিন  আহ‌মে‌দের ছে‌লে।
মান্দা থানার ওসি আনিছুর রহমান জানান, নাজমুল গ্রা‌মের পা‌শে বো‌রো ক্ষে‌তে ধান কে‌টে বাড়ি ফেরার সময় বজ্রপাত ঘটনাস্থ‌লেই মারা যায়।

রাজশাহী

রাজশাহীর পবা উপজেরায় বজ্রপাতে এক ব্যক্তি নিহত হয়েছেন; আহত হয়েছেন তার ছেলে।

বুধবার দুপুরে শিতলায় গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোজাহার হোসেন (৬০) ওই গ্রামের বাসিন্দা। তিনি একটি আমবাগান পাহারাদার ছিলেন।

আহত ফারুক হোসেনকে (২৮) পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির জানান, মোজাহার ও তার ছেলে ফারুক শিতলায়ের আকবর আলীর আমবাগান পাহারা দিচ্ছিলেন।

“বজ্রপাতে মোজাহার ঘটনাস্থলে মারা যান।”

নিহতের দাফনের জন্য পরিবারকে ২০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

হবিগঞ্জ

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পৃথক বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার এ ঘটনায় আরও দুই কৃষকের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহতরা হলেন উপজেলার কাগাপাশা ইউনিয়নের মকা গ্রামের ছাইম উল্লার ছেলে আজিম উদ্দিন (৪০) ও বড়ইউড়ি ইউনিয়নের বল্লভপুর গ্রামের তাহির মিয়ার ছেলে শাহিন মিয়া (২৫)।

আহত মকাগ্রামের আছকির মিয়া ও আব্দুল হেকিমকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান এরশাদ আলী বলেন, সকালে মকার হাওরে কৃষকরা ধান কাটছিলেন।বেলা ১১টার দিকে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই আজিম উদ্দিন নিহত ও দুইজন আহত হন।

এছাড়া বড়ইউড়ি ইউনিয়নের রোকন দিয়ার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে শাহিনের মৃত্যু হয় বলে বানিয়াচং থানার ওসি মোজাম্মেল হক জানান।

যশোর

যশোরের শার্শার বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে ।

বুধবার সন্ধ্যার একটু আগে উপজেলার পাড়ের কায়বা গ্রামের মাঠে এই ঘটনা ঘটে বলে জানান কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ টিংকু।

নিহত কওছার আলী (৪৫) পাড়ের কায়বা গ্রামের মুজিবর রহমানের ছেলে ।

চেয়ারম্যান টিংকু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কওছার ট্রলিতে করে মাঠ থেকে ধান নিয়ে বাড়ি আসছিলেন। এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি । হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় ।

গাজীপুর

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বজ্রপাতে নিহত হন কৃষক বকুল মিয়া (৪৫)। তিনি খারাপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে।

কাপাসিয়া থানার এএসআই মো. রাসেল মিয়া জানান, বুধবার বিকালে ঘাগটিয়া ইউনিয়নের খাড়াপাড়া এলাকায় বাড়ির পাশে ধান ক্ষেতে কাজ করছিলেন বকুল।

“এক পর্যায়ে সময় ঝড়-বৃষ্টি শুরু হয় এবং এর মধ্যে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”