জার্মান ইউনিভার্সিটির বৈশাখি অনুষ্ঠান

নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ পালন ও নবীনবরণ করেছে গাজীপুরের জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2018, 05:36 PM
Updated : 20 April 2018, 05:36 PM

অধ্যাপক এস এম ইকবাল হোসেনের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে শুক্রবার সকালে অনুষ্ঠান শুরু হয়। এরপর দিনব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলে।

আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

প্রধান অতিথি গাজীপুরের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে জার্মান ইউনিভার্সিটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

জার্মান ইউনিভার্সিটির অধ্যাপক মোয়াজ্জেম হোসেন মিয়া নবীনদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি নতুন বছর চালু হওয়ার ইতিহাস ও পয়লা বৈশাখের শুরুর গল্প শোনান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবুল কালাম আজাদ নতুনদের স্বাগত ও উপস্থিত সবাইকে ধন্যবাদ দিয়ে প্রথম পর্বের সমাপ্তি টানেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সারাদিনের অনুষ্ঠান শেষ হয়।