কুমিল্লায় কথিত বন্দুকযুদ্ধে ‘ডাকাত সর্দার’ নিহত

কুমিল্লার বুড়িচং উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ‘ডাকাত সর্দার’ নিহত হয়েছে।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2018, 07:40 AM
Updated : 19 April 2018, 08:22 AM

উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের কংশনগর ব্রিক ফিল্ডের সামনে বুধবার রাত ২টার দিকে এ গোলাগুলির ঘটনা ঘটে বলে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান।

নিহত আবদুল হালিম (২৮) বুড়িচং উপজেলার বাজেবাহেরচর গ্রামের মফিজুল ইসলামের ছেলে।

পুলিশ বলছে, হালিম আন্তঃজেলা ডাকাত দলের সদস্য; তার বিরুদ্ধে ১৪টি ডাকাতির মামলা রয়েছে।

জেলা ডিবি পুলিশের এসআই শাহ কামাল আকন্দ বলেন, কংশনগর ব্রিক ফিল্ডের সামনে ডাকাত সর্দার হালিম ও তার সহযোগীরা ডাকাতির প্রস্তুতি ‍নিচ্ছে খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

“এক পর্যায়ে বাকিরা পিছু হটলে হালিমকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”

বুড়িচং থানার ওসি মনোজ কুমার বলেন, ঘটনাস্থল থেকে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে; তাদের বিরুদ্ধে বুড়িচং থানায় পাঁচটি মামলা রয়েছে।

এরা হলেন- দেবিদ্বারের ধামতি গ্রামের লিমন সরকার (২৫) ও একই উপজেলার গঙ্গানগর গ্রামের জাকির হোসেন (৩৬)।

গোলাগুলির সময় ডিবি পুলিশের ওসি নাছির উদ্দিন মৃধা, কনস্টেবল মো. আবদুল্লাহ ও সাইফুল ইসলাম আহত হয়েছেন বলে এ পুলিশ কর্মকর্তার দাবি। 

আহতদের কুমিল্লা পুলিশ লাইনন্সের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।    

ঘটনাস্থল থেকে একটি রিভলবার, এক রাউন্ড গুলি ও চারটি রামদা উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।