কক্সবাজার হাসপাতালে চিকিৎসককে প্রহার, চিকিৎসা বন্ধ

কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসকের উপর রোগীর স্বজনের হামলার অভিযোগে চিকিৎসা সেবা বন্ধ রয়েছে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2018, 12:58 PM
Updated : 17 April 2018, 12:58 PM

মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনার পর থেকে চিকিৎসকরা কাজ বন্ধ করে দেন বলে কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবয়াধক ডা. পচুনু জানান।

তিনি সাংবাদিকদের বলেন, বেলা ১১টার দিকে কক্সবাজার শহরের লাইট হাউস পাড়ার মোহাম্মদ ইসমাইলের ছেলে হাসান মাহমুদকে (৩৬) অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়।

“এরপর রোগীকে হাসপাতালে ভর্তি করানো হয়। ভর্তির পর চিকিৎসায় বিলম্ব হওয়ার অভিযোগ তুলে রোগীর স্বজনরা হইচই করে চিকিৎসকের উপর হামলা চালায়। এতে হাসপাতালের ডা. শাফায়েত আরফাত ও ডা. তাওহিদ ইবনে আলা উদ্দিন আহত হন।”

পচুনু বলেন, ঘটনার পর পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ আসার আগেই রোগীকে নিয়ে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনার পর থেকে হাসপাতালের গেইটে তালা লাগিয়ে চিকিৎসা সেবা বন্ধ করে রেখেছেন চিকিৎসকরা।

হামলাকারী আটক না হওয়া পর্যন্ত চিকিৎসা সেবা বন্ধ থাকবে বলে জানান তিনি।

কক্সবাজার সদর থানার ওসি খন্দকার ফরিদ উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

চিকিৎসা সেবা বন্ধ রাখায় হাসপাতালের ভেতরে-বাইরে রোগীরা বিপাকে পড়েছেন।