ফেনীতে হেরোইন, ইয়াবাসহ নারী গ্রেপ্তার

ফেনী শহরের একটি বাড়ি থেকে দেড় কেজি হেরোইন, ২৫ হাজার ইয়াবা ট্যাবলেট ও ২৯ রাউন্ড গুলিসহ এক নারীকে গ্রেপ্তার করেছে মাদক বিরোধী টাস্কফোর্স।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2018, 01:45 PM
Updated : 16 April 2018, 01:45 PM

সোমবার বিকালে শহরের আরামবাগ সুইমিং পুল এলাকায় অভিযান চালানো হয় বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ।

গ্রেপ্তার পারভীন বেগম (৩৫) ওই বাড়ির মালিক বলে জানান জাহিদ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা জাহিদ বলেন, গোপন সংবাদ পেয়ে দুপুরে শহরের পূর্ব উকিলপাড়ায় আরামবাগ সুইমিং পুল এলাকায় যায় মাদক বিরোধী ট্রাস্কফোর্স।

“সেখানে ফারুক বিল্ডিংয়ের ভাড়াটিয়া ‘মাদক ব্যবসায়ী’ মাসুদের ঘরে অভিযান চালায়। অভিযানের খবর পেয়ে মাসুদ ঘরে তালা দিয়ে পালিয়ে যান।”

জাহিদ বলেন, পরে ওই ঘরের তালা ভেঙ্গে ঢুকে সেখান থেকে ২৫ হাজার ইয়াবা ট্যাবলেট, এক কেজি ৪০০ গ্রাম হেরোইন ও বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্রের ২৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ সময় ওই বাড়ির মালিক পারভীন বেগমকে আটক করা হয়। পারভীন বেগমকেও মাদক ব্যবসায়ী বলছেন জাহিদ।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মুল্য ২ কোটি ৬৫ লাখ টাকা বলে দাবি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইকবালুর রহমান জানান, আটক পারভীন বেগম ও পলাতক মাসুদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।