বেনাপোলে হুন্ডির ২৭ লাখ টাকা উদ্ধার, আটক ২

বেনাপোলে পৃথক অভিযানে হুন্ডি হয়ে আসা ২৭ লক্ষাধিক টাকাসহ দুই যুবককে আটক করা হয়েছে, যাদেরকে মুদ্রা পাচারকারী বলছে বিজিবি।

বেনাপোল প্র‌তি‌নি‌ধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 April 2018, 12:22 PM
Updated : 13 April 2018, 12:22 PM

শুক্রবার বেনাপোল বাজারের ডাবলু মার্কেট এলাকা এবং পুটখালি সীমান্ত এলাকায় এ দুই অভিযান চালানো হয় বলে বিজিবি জানিয়েছে।

আটকরা হলেন বেনাপোল পোর্ট থানার ডুপপাড়া গ্রামের আয়নাল হোসেনের ছেলে আব্দুর রহিম এবং সীমা‌ন্তের বারোপোতা গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে মশিয়ার রহমান (৩৫)।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান, ভারত থেকে হুন্ডির টাকার একটি বড় চালান আসার গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি টহলদল বেনাপোল বাজারে অবস্থান নেয়।

“এ সময় সন্দেহজনক ঘোরাঘুরির কারণে আব্দুর রহিমকে আটক করা হয়। পরে ওই মুদ্রা পাচারকারীর কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ২২ লাখ ২২ হাজার টাকা পাওয়া যায়।”

পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার ওমর ফারুক জানান, অপর অভিযান চালানো হয় পুটখালি সীমান্ত এলাকায়।

“এখানে পাঁচ ৫ লাখ টাকাসহ মুদ্রা পাচারকারী মশিয়ার রহমানকে আটক করা য়।”

মুদ্রাপাচার আইনে মামলা দিয়ে রহিম ও মশিয়ারকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে জানিয়ে কর্নেল আরিফুল হক বলেন, উদ্ধার করা টাকা বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে।