নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ।
Published : 29 Mar 2018, 06:09 PM
বৃহস্পতিবার উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের পূর্ব চরমজিদ আদর্শ গ্রাম থেকে তাকে (১৬) আটক করা হয় বলে চরজব্বার থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান।
শিশুটিকে (৭) নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি নিজাম বলেন, বুধবার সন্ধ্যায় বাজার করতে বাড়ি থেকে দোকানে যাচ্ছিল মেয়েটি। পথে একই এলাকার ওই কিশোর তাকে ফুঁসলিয়ে সড়কের পাশের একটি বাগানে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।
“রক্তাক্ত অবস্থায় মেয়েটি বাড়িতে ফিরে মাকে ঘটনা জানালে রাতেই তার বাবা থানায় অভিযোগ দেয়। পরে পুলিশ মেয়েটিকে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করে।”
হাসপাতালের চিকিৎসক ফারজানা অমি জানান, মেয়েটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরবর্তীতে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হবে।