পিরোজপুরে কলেজ ছাত্র হত্যায় একজনের যাবজ্জীবন

পিরোজপুরে ১২ বছর আগে কলেজ ছাত্র হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2018, 08:16 AM
Updated : 19 March 2018, 09:06 AM

সোমবার পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত রফিকুল ইসলাম রাজা মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের সোনাকুল গ্রামের হাকিম রাজার ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

কারাদণ্ড ছাড়াও বিচারক তাকে দশ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। অনাদায়ে তাকে আরও ছয়মাস কারাগারে থাকতে হবে।

মামলার সাত আসামির মধ্যে একজন বিচার চলাকানীন সময়ে মারা যান। অপরাধ প্রমাণ না হওয়ায় পাঁচজনকে খালাস দেওয়া হয়েছে।

মামলার বিবরণে বলা হয়, মোবাইল ফোনের চার্জার নিয়ে মঠবাড়িয়া উপজেলার বাদুরতলা গ্রামের হেমায়েত মৃধার ছেলে এবং স্থানীয় রুস্তুম আলী ফরাজী কলেজের ছাত্র জাহিদুল ইসলাম জসিমের সঙ্গে পাশের এলাকার শহীদ রাজার কথা কাটাকাটি হয়।

এর জেরে ২০০৬ সালের ২৬ অক্টোবর জসিমকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন শহীদের অনুসারী রফিকুল ইসলাম।

স্থানীয়রা জসিমকে উদ্ধার করে মঠবাড়িয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জসিমের খালাতো ভাই রফিকুল বাদী হয়ে ছয় জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলা করেন।

তদন্ত শেষে ২০১৭ সালের ৭ জুন পুলিশ সব আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিলে এ মামলার বিচারকাজ শুরু হয়।