হবিগঞ্জে ৩ মাদ্রাসাছাত্র ‘নিখোঁজ’

হবিগঞ্জের বাহুবল উপজেলায় মিরপুর সামছুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা থেকে তিন ছাত্র নিখোঁজ হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2018, 02:50 PM
Updated : 24 Feb 2018, 02:56 PM

মাদ্রাসার মুহতামিম খুরশেদ আলম বলেন, শুক্রবার সন্ধ্যার পর তারা নিখোঁজ হয়।

এ ঘটনায় বাহুবল থানায় জিডি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তাদের বাড়িতে খবর দেওয়া হয়েছে। তাদের আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ করা হচ্ছে।

নিখোঁজ ছাত্ররা হলেন - চুনারুঘাট উপজেলার হাসারগাঁও গ্রামের আইয়ুব আলীর ছেলে তানভীর আহমেদ, শায়েস্তাগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে জুনাইদ আহমেদ ও মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার কাশিমনগর গ্রামের রশিদ মিয়ার ছেলে শরীফ উদ্দিন।

তাদের বয়স ১২ থেকে ১৪ বছর বলে পুলিশ জানিয়েছে।

মাদ্রাসার শিক্ষকরা জানান, হেফজ বিভাগের তিন ছাত্র শুক্রবার মাগরিবের নামাজ আদায় করলেও নামাজ শেষে তাদের আর দেখা যায়নি। রাতেও তারা মাদ্রাসায় আসেনি। এরপর থেকে বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়ে তাদের সন্ধান পাওয়া যায়নি। তাদের সন্ধানে মাদ্রাসা কর্তৃপক্ষ বাহুবলসহ বিভিন্ন জায়গায় মাইকিং করিয়েছে।

মাদ্রাসার ছাত্র আব্দুল গফফার ও আশিকুর রহমান বলেন, শুক্রবার বিকাল থেকে তারা ওই তিন ছাত্রকে খুঁজে পাননি।

মাদ্রাসার পক্ষ থেকে জিডি করার পর সারাদেশে বার্তা পাঠানো হয়েছে বলে বাহুবল থানার ওসি মাসুক আলী জানিয়েছেন।

তিনি বলেন, পুলিশ তাদের খুঁজে বের করতে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।