ছুটির দিনে সড়কে ঝরল ১৬ প্রাণ

ছুটির দিন শুক্রবার দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ময়মনসিংহে বাস পুকুরে পড়ে চারজন আর নাটোরে বাসচাপায় মারা গেছেন তিন মোটরসাইকেল-আরোহী।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2018, 12:24 PM
Updated : 23 Feb 2018, 03:44 PM

এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২২ জন। প্রতিনিধিদের পাঠানো খবর।

সাইকেল আরোহীকে পাশ কাটাতে গিয়ে বাস পুকুরে, ময়মনসিংহে নিহত ৪

জেলার ঈশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম খান বলেন, শ্যামল ছায়া পরিবহনের একটি বাস পৌরশহরের ভুঁইয়া ফিলিং স্টেশনের কাছে সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনায় পড়ে।

“বাসটি যাত্রী নিয়ে ভৈরবে যাচ্ছিল। পথে এক সাইকেল-আরোহীকে পাশ কাটাতে গিয়ে উল্টে রাস্তার পাশে পুকুরে পড়ে। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।”

নিহত তিনজন হলেন - ঈশ্বরগঞ্জের ঘাগরাপাড়া গ্রামের রতন মিয়া (২৮), নান্দাইল উপজেলার হাবিব মিয়া (৩৫) ও জামালপুর জেলার হাসিনা খতুন (৭৫)।

অন্যজনের পরিচয় জানা যায়নি।

এ দুর্ঘটনায় আরও অন্তত ১৯ জনকে ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি বদরুল জানান।

কক্সবাজারে কভার্ড ভ্যান খাদে, নারীসহ নিহত ২

চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই মো. নূরে আলম জানান, সন্ধ্যা ৬টার দিকে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের বানিয়ারছড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত একজন হলেন চট্টগ্রাম জেলার লোহাগড়ার আব্দুর শুক্কুরের স্ত্রী মেহেরুন্নেছা বেগম (৪৫)।

এ দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক পুরুষেরও মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৪০ বছর বলে জানালেও পুলিশ পরিচয় বলতে পারেনি।

এসআই আলম বলেন, একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে তার নিচে চাপা পড়ে এই দুই পথচারী ঘটনাস্থলেই মারা যান।

নিহত মেহেরুন্নেসা চকরিয়ায় আত্মীয়ের বাড়ি বেড়াতে এসেছিলেন। তার লাশ স্বজনদের কাছে আর অজ্ঞাতপরিচয় পুরুষের লাশ চিরিঙ্গা হাইওয়ে পুলিশফাঁড়িতে রাখা হয়েছে বলে জানান এসআই নূরে আলম।

বিপরীত দিক থেকে আসা বাসের নিচে মোটরসাইকেল, নাটোরে নিহত ৩

জেলার গুরুদাসপুর থানার ওসি দিলীপ কুমার দাশ বলেন, বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার নাটোর-বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা ১০ নম্বর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

“ময়মনসিংহ থেকে যশোরগামী কাজী পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা তিনজনের মৃত্যু হয়।”

পুলিশ তাদের পরিচয় বলতে পারেনি। লাশ নাটোর-বনপাড়া হাটিকুমরুল মহাসড়ক থানায় রয়েছে।

মাদারীপুরে ট্রাকচাপায় ২ ভ্যান-আরোহীর মৃত্যু

মাদারীপুর সদর উপ‌জেলায় ট্রাকচাপায় দুই ভ্যান-আরোহীর মৃত্যু হয়েছে।; আহত হয়েছে আরও দুই জন।

উপজেলার খোয়াজপু‌র ইউনিয়নের আচমত আলী খান সেতুর টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার ওসি কামরুল হাসান জানান।

তিনি বলেন, ট্রাকটি মাদারীপুর থেকে শরীয়তপুর যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই ভ্যানের দুই যাত্রীর মৃত্যু হয়। আহত হয় আরও দুইজন।

খবর পেয়ে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে পাঠায় বলে জানান তিনি।

ফেনীতে পিকআপে কভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২

ফেনী সদরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পিকআপে কভার্ড ভ্যানের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও একজন।

সদর উপজেলার ছনুয়ায় এ দুর্ঘটনা ঘটে বলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মাহবুবুল আলম জানান।

তিনি বলেন, ছনুয়ায় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পার্ক করা ছিল একটি পিকআপ। ভোর ৪টার দিকে চট্টগ্রামগামী একটি কভার্ড ভ্যানের ধাক্কায় পিকআপটি উল্টে যায়। এতে কভার্ডভ্যানের চালক ও সহকারীসহ তিনজন আহত হন।

“পুলিশ তাদের ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।”

আহত ব্যক্তিকে ‘আশংকাজনক’ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

ভোলায় অ্যাম্বুলেন্স চাপায় শিশু নিহত

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অ্যাম্বুলেন্স চাপায় নয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার মনিরাম বাজারের ভোলা-চরফ্যাশন সড়কে বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে বোরহানউদ্দিন থানার ওসি অসিম কুমার সিকদার জানান।

নিহত সানজিদা একই উপজেলার কাচিয়া ইউনিয়নের জাহাঙ্গীর মিয়ার মেয়ে।

ওসি অসিম স্থানীয়দের বরাতে বলেন, সানজিদা বাজার থেকে ভোলা-চরফ্যাশন সড়ক দিয়ে বাড়ি ফিরছিল।

“পেছন থেকে একটি দ্রুতগতির অ্যাম্বুলেন্স তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।”

গাজীপুরে পৃথক দুর্ঘটনায় নিহত ২

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।

মাওনা হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন জানান, বেলা ১২টার দিকে জৈনাবাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় আলমগীর হোসেন (৪৫) নামে এক ব্যক্তি লেগুনা চাপায় মারা যান।

আলমগীর শ্রীপুর উপজেলার নগরহাওলা গ্রামের দুলাল মিয়ার গাড়ি চালাতেন বলে জানালেও পুলিশ তার ঠিকানা বলতে পারেনি।

এর আগে সকাল ৬টার দিকে গড়গড়িয়া নতুন বাজার এলাকায় অজ্ঞাতপরিচয় এক তরুণের মৃত্যু হয়।

ওসি দেলোয়ার বলেন, রাস্তা পার হওয়ার সময় ময়মনসিংহগামী একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তার বয়স আনুমানিক ২৭ বছর বলে জানালেও পুলিশ পরিচয় বলতে পারেনি।