বাগেরহাটে হরিণের মাংস উদ্ধার

সুন্দরবনে অভিযান চালিয়ে হরিণের মাংস, মাথা ও চামড়া উদ্ধার করেছে কোস্টগার্ড।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2018, 05:26 AM
Updated : 7 Feb 2018, 05:57 AM

মংলার কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফট্যানেন্ট আব্দুল্লাহ আল মাহমুদ জানান, খুলনার দাকোপ উপজেলার কালাবগি ফরেস্ট স্টেশনের ঝনঝনিয়া খাল এলাকায় মঙ্গলবার রাতে এ অভিযান চালানো হয়। 

তবে কাউকে আটক করা যায়নি।

কোস্টগার্ডের এ কর্মকর্তা বলেন, চোরা শিকারীরা সুন্দরবন থেকে হরিণ শিকার করে মাংস বিক্রির জন্য লোকালয়ে নিয়ে এসেছে খবর পেয়ে কোস্টর্গার্ডের সদস্যরা অভিযান চালায়। তাদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারীরা পালিয়ে যায়।

পরে সেখান থেকে ১৫ কেজি হরিণের মাংস, দুটি চামড়া ও দুটি মাথা উদ্ধার করে সুন্দরবন পশ্চিম বিভাগে হস্তান্তর করা হয় বলে জানান তিনি।

আব্দুল্লাহ বলেন, মঙ্গলবার দিনের বেলা সুন্দরবন থেকে চোরা শিকারীরা হরিণ শিকার করেছে বলে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন। শিকারীদের সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

এর আগে সোমবার রাতে দাকোপ উপজেলার কুমড়োকাঠি এলাকা থেকে ২৫ কেজি হরিণের মাংস ও একটি মাথা এবং শুক্রবার (২ ফেব্রুয়ারি) সুন্দরবনের কালাবগি ও সাতবাড়িয়া খাল থেকে দুটি হরিণের চামড়া ও একটি মাথা উদ্ধার করে কোস্টগার্ড।