কুয়েটে শিবিরের ৪ নেতাকর্মী আটক

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে ইসলামী ছাত্রশিবিরের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2018, 01:56 PM
Updated : 30 Jan 2018, 01:56 PM
মঙ্গলবার বিকালে তাদের আটক করা হয় বলে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার মনিরা সুলতানা জানান।

আটকরা হলেন ইসলামী ছাত্র শিবির বিশ্ববিদ্যালায় শাখার সাধারণ সম্পাদক ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের ছাত্র আল-আমিন, অর্থ সম্পাদক আইইএম চতুর্থ বর্ষের ছাত্র মাহাদী এবং নগরীর সরকারি বিএল কলেজের ইসলামের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র শিবির কর্মী মো. পারভেজ ও একই কলেজের মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র নাজমুল সাকিব।

চারজনই নগরীর দৌলতপুরের ঋষিপাড়ায় একটি মেসে থাকেন।

এ সময় আটককৃতদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, দুই রাউন্ড গুলি এবং বিপুল পরিমান জিহাদী বই উদ্ধার করা হয়।

অতিরিক্ত উপ-কমিশনার মনিরা সুলতানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের সামনে অভিযান চালিয়ে শিবিরের এ নেতাকর্মীদের আটক করে। পরে তাদের মেসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জিহাদী বই উদ্ধার করে।