রায়ে ‘গায়েবি’ নির্দেশ এলে মোকাবেলা করা হবে: রিজভী

বিএনপি চেয়ারপারস খালেদা জিয়ার মামলার রায়ে কোনো ‘গায়েবি’ নির্দেশ এলে তা জনগণকে সঙ্গে নিয়ে মোকাবেলা কো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2018, 01:50 PM
Updated : 27 Jan 2018, 02:24 PM

শনিবার কুড়িগ্রামের বেলগাছা ইউনিয়নে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণের বিচার কার্যক্রম নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ হুঁশিয়ারি দেন তিনি।

আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করবে ঢাকার পঞ্চম জজ আদালত। বিএনপি-জামায়াত জোটের ২০০১-২০০৬ মেয়াদে সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের এ মামলার প্রধান আসামি।

অভিযোগ প্রমাণিত হলে এ মামলায় খালেদা জিয়ার সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। সেক্ষেত্রে তিনি আগামী নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য হয়ে পড়বেন।

বিএনপি মামলাটিকে ‘অন্তঃসারশূন্য’ আখ্যা দিয়ে অভিযোগ করে আসছে, ক্ষমতাসীনরা রাজনৈতিক প্রতিহিংসা থেকে মামলাটিকে এ পর্যন্ত নিয়ে এসেছে।

মামলার রায় নিয়ে বিএনপিকে ধমক দেওয়া হচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, “মামলার রায়ের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। জনবিচ্ছিন্ন এ সরকার খালেদা জিয়ার মামলা নিয়ে যতই কৌশল করুক তা সফল হবে না।

বিএনপি নেত্রীকে শুধু হয়রানি করার জন্য জাল নথি ও ভুয়া তথ্য দিয়ে এ মামলা সাজানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, “যদি ন্যায় বিচার ও সঠিক বিচার হয় তাহলে বেগম জিয়া সকল অভিযোগ থেকে মুক্তি পাবেন। কিন্তু মামলার রায়ে কোনো গায়েবি নির্দেশ আসলে বিএনপি তা জনগণকে সাথে নিয়ে মোকাবেলা করবে।”

এ সরকার নিজেদের নামে সাড়ে ৭ হাজার মামলা প্রত্যাহার করলেও বিএনপির কোনো নেতা-কর্মীর মামলা প্রত্যাহার করেনি বলে দাবি করেন তিনি।

আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে রিজভী বলেন, “ঘুঘু একবার ধান খেয়ে যেতে পারে, বার বার পারে না। প্রধানমন্ত্রী নিয়ম রক্ষার নির্বাচনের কথা বলে প্রতারণা করেছেন।”

এসময় তার সঙ্গে ছিলেন বিএনপির যুগ্ন মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সহ আন্তার্জাতিক বিষয়ক সম্পাদক বেবী নাজনীন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফরহাদ হালিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সহসভাপতি আবু বকর, মোস্তাফিজার রহমান মোস্তফা, শফিকুল ইসলাম বেবু, আব্দুল আজিজ, ‍যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, হাসিবুর রহমান হাসিব, সাংগাঠনিক সম্পাদক নুর ইসলাম নুরু, সদর উপজেলা বিএনপির সভাপতি মাহবুবুর রহমান প্রমুখ।