পুলিশের হাতে গ্রেপ্তার এক আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একদিন আগে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া হত্যা মামলার আসামি কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2018, 07:17 AM
Updated : 16 Jan 2018, 07:24 AM

আশুগঞ্জ থানার ওসি বদরুল আলম তালুকদার বলেন, সোমবার রাতে সাড়ে ৪টার দিকে উপজেলার বাহাদুরপুর-তালশহর সড়কের পাশে এ ঘটনা ঘটে।

মৃত সোলায়মান (২২) ঝালকাঠির কাঠালিয়ার আনসার আলীর ছেলে। তার লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রয়েছে।

ওসি বদরুল বলেন, রিফাত নামে এক শিশুকে অপহরণের পর হত্যার অভিযোগে করা মামলায় রোববার উপজেলার খড়িয়ালা থেকে গ্রেপ্তার করা হয় সোলায়মানকে।

“তার দেওয়া তথ্যে সোমবার রিফাতের লাশ উদ্ধার করে পুলিশ। পরে আরেক অপহরণকারী মিজানকে ধরতে সোলায়মানকে সঙ্গে নিয়ে সোমবার রাতে বাহাদুরপুর-তালশহর সড়কের আখি অ্যান্ড ট্রেনিং সেন্টারের সামনে যায় পুলিশ।

“এ সময় মিজান ও তার সহযোগীরা পুলিশের দিকে গুলি ছুড়তে শুরু করলে পুলিশও পাল্টা গুলি ছোড়ে । কিছুক্ষণ পর তারা পিছু হটে। এতে গুলিবিদ্ধ সোলায়ানকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।”

কথিত বন্দুকযুদ্ধে চার পুলিশ সদস্য আহত হয়েছেন জানিয়ে ওসি আরও বলেন, ঘটনাস্থলে একটি দেশি পাইপগান, দুটি টি কার্তুজ ও তিনটি কার্তুজের খোসা পাওয়া গেছে।

“আহত সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির ও আশুগঞ্জ থানার ওসিসহ চারজন সদর হাসপাতালের সদর চিকিৎসা নিয়েছেন।”