কক্সবাজারে আগুনে পুড়ল ৩ বাড়ি

কক্সবাজারের উখিয়া উপজেলায় সবাই ঘুমিয়ে থাকার সময় আগুন লেগে তিনটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Jan 2018, 07:03 AM
Updated : 13 Jan 2018, 07:03 AM

উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের জানান, শনিবার ভোরের দিকে উপজেলার রত্নাপালং ইউনিয়নের কোটবাজার স্টেশন এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা হলেন – ওই এলাকার লোকপাল বড়ুয়ার ছেলে রুপন, সুমন ও প্রিয়দর্শী বড়ুয়ার ছেলে আশুতোষ।

ওসি খায়ের বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গেলেও তার আগেই তিনটি বাড়ি সম্পূর্ণ পুড়ে যায়।

“বাড়ির লোকজন ঘুমিয়ে থাকায় কোনো জিনিসপত্র বের করতে পারেনি। তবে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনায় আশপাশের বাড়িঘর আগুন থেকে রক্ষা পায়।”

স্থানীয়দের বরাতে ওসি খায়ের বলেন, পাশাপাশি অবস্থিত সুমন বড়ুয়ার পরিত্যক্ত একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা কেউ নিশ্চত করতে পারেনি।

পুলিশ আগুনের কারণ খুঁজছে জানিয়ে তিনি বলেন, আগুনে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।