শিক্ষাকে জাতীয়করণের দাবিতে শিক্ষক ফেরামের সমাবেশ

শিক্ষাকে জাতীয়করণের দাবিতে জানিয়েছে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2017, 01:28 PM
Updated : 17 Dec 2017, 01:28 PM

রোববার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফোরামের কেন্দ্রীয় কমিটির এক সমাবেশে এ দাবি করা হয়।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী পদ্মাসেতুসহ বড় বড় প্রকল্প বাস্তবায়ন করে দেশকে উন্নয়নের শিখড়ে নিয়ে যাচ্ছেন। দেশকে সত্যিকারের উন্নত ও সমৃদ্ধ করতে শিক্ষাকে জাতীয়করণের বিকল্প নেই।

এ সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ৬৪ জেলা ও সব উপজেলার শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সের খোলা মঞ্চে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. ররিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে মহাসচিব মো. আব্দুল খালেক, সহ-সভাপতি বিপ্লব কান্তি দাস, সাঈদুল হাসান সেলিম, যুগ্ম মহাচিব রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মতিউর রহমান দুলালসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

এর আগে তারা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।