বগুড়ায় ছিনতাইকারীর ছুরিতে সাবেক সেনা সদস্য নিহত

বগুড়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য নিহত হয়েছেন।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2017, 09:56 AM
Updated : 29 Nov 2017, 10:04 AM
শহরতলীর শাকপালা এলাকায় মঙ্গলবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান।

নিহত শফিকুল ইসলাম (৪৫) বগুড়া জাহাঙ্গীরাবাদ সেনানিবাসে সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন। চলতি বছরের সেপ্টেম্বর মাসে তিনি অবসরকালীন ছুটিতে যান।

সপরিবারে সেনানিবাসের আবাসিক এলাকায় থাকতেন তিনি।

এ সময় ছিনতাইকারীদের হামলায় তার ছেলে যশোর সেনানিবাসে সৈনিক হিসেবে কর্মরত আশরাফুল ইসলাম আহত হয়েছেন।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।

জেলা পুলিশের মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সনাতন চক্রবর্তী বলেন, আশরাফুল মঙ্গলবার রাতে বাসে করে যশোর থেকে বগুড়ায় আাসেন। রাত ৩টার দিকে তিনি বগুড়া জাহাঙ্গীরাবাদ সেনানিবাস সংলগ্ন শাকপালা বাসস্ট্যান্ডে নামেন। তাকে এগিয়ে নিতে বাবা শফিকুল আগে থেকেই ওই বাসস্ট্যান্ডে উপস্থিত ছিলেন।

“পরে দুজন সেনানিবাসের আবাসিক এলাকায় বাসার দিকে আসার সময় রাস্তায় ওঁৎ পেতে থাকা ৭/৮ জন ছিনতাইকারী তাদের পথরোধ করে। এ সময় তাদের কাছ থেকে মালামাল ছিনিয়ে নেওয়ার সময় শফিকুল দেন। পরে ছিনতাইকারীরা তার কোমর ও পা লক্ষ্য করে ছুরিকাঘাত করে।”

তাদের চিৎকারে পাশের একটি স্কুলে কর্তব্যরত নৈশ প্রহরীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে সেনানিবাসের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে বগুড়া সিএমএইচে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

ছিনতাইকারীরা শফিকুলের ছেলের কাছ থেকে দুইটি মোবাইল ফোন এবং ম্যানিবাগ ছিনিয়ে নিয়েছে বলে জানান তিনি।

এ ঘটনায় তার ছেলে আশরাফুল বাদী হয়ে মামলা করেছেন বলে শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান।

এরই মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য রবিউল, রাকিব ও বগা নামে তিনজনকে আটক করা হয়েছে বলেও তিনি জানান।