রাবি-রবীন্দ্রভারতী সমঝোতা স্মারক স্বাক্ষরিত

শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে সহযোগিতার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2017, 02:39 PM
Updated : 23 Nov 2017, 02:39 PM

বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে এক অনুষ্ঠানে এ স্মারক স্বাক্ষরিত হয়। 

রাবি উপাচার্য এম আব্দুস সোবহান ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।  

দশ বছর মেয়াদী সমঝোতা স্মারকের আওতায় উভয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকবৃন্দ অপর বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা সংক্রান্ত কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন।

উপাচার্য এম আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে রাবির ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (আইবিএস) পরিচালক স্বরোচিষ সরকার স্বাগত বক্তৃতা দেন।

আইবিএস-এর ফেলো নিবেদিতা রায়ের সঞ্চালনায় আরও বক্তব্য দেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বৈদেশিক যোগাযোগ শাখার পরিচালক ঈশানী নস্কর ও সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজের উপদেষ্টা চিত্তরঞ্জন মন্ডল, রাবি রেজিস্ট্রার এম এ বারী ও বিজ্ঞান অনুষদের অধিকর্তা মো. আখতার ফারুক, রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায় প্রমুখ।

সমঝোতা স্মারক স্বাক্ষর ছাড়াও প্রতিনিধিদল ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ ও বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেছেন।