গাজীপুরে ভাগনি হত্যায় মামাকে ফাঁসির রায়

গাজীপুরের শ্রীপুর উপজেলায় সাত বছরের ভাগনিকে হত্যার দায়ে মামাকে ফাঁসির আদেশ আর এ ঘটনায় আরও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2017, 05:11 AM
Updated : 22 Nov 2017, 07:23 AM

গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক বুধবার সকালে দুই বছর আগের এ মামলার রায় দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত মো. রিপন মিয়া (৩৩) শ্রীপুর উপজেলার চকপাড়া এলাকার হাসমত আলীর ছেলে।

আদালত তাকে ১০ হাজার জরিমানাও করেছে।

যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন - বগুড়া সদর উপজেলার ভাটকান্দি গ্রামের মো. রহিমের ছেলে রবিউল ইসলাম (২০) ও শেরপুরের ঝিনাইগাতী থানার দিঘিরপাড় এলাকার মো. মোস্তফার ছেলে মো. মোজাফ্ফর (১৯)।

এ দুইজনকে পাঁচ হাজার জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত তিন আসামি আদালতের কাঠগড়ায় ছিলেন।

পিপি হারিছ উদ্দিন আহম্মদ মামলার নথির বরাতে বলেন, মায়ের দ্বিতীয় বিয়ে হওয়ায় নাজনিন নামের সাত বছরের শিশুটি শ্রীপুরের চকপাড়ায় নানা হাসমত আলীর বাড়িতে থাকত। তার মামা রিপন জমির বিরোধের জেরে স্থানীয় আবদুল করিমকে ফাঁসানোর জন্য ২০১৫ সালের ৩০ অক্টোবর তাকে হত্যা করেন। তাকে সহযোগিতা করেন রবিউল ও মোজাফফর।

পরদিন তার মা মোসাম্মৎ আসমা বেগম শ্রীপুর থানায় মামলা করেন। তদন্ত কর্মকর্তা এসআই খন্দকার আমিনুর রহমান ওই তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

পিপি হারিছ বলেন, এ মামলায় মোট আটজনের সাক্ষ্য নিয়ে আদালত এই রায় দিয়েছে।

মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন শাহ মোহাম্মদ জহিরুল ইসলাম ও ওয়াহিদুজ্জামান আকন তমিজ।