হিন্দু বাড়িতে হামলা: গ্রেপ্তার আরও ২৪

ধর্ম অবমাননার অভিযোগ তুলে রংপুরের ঠাকুরপাড়ায় হিন্দুদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় আরও ২৪ জনকে গ্রেপ্তার হয়েছেন। এ নিয়ে ১২৪ জনকে গ্রেপ্তার করল পুলিশ।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2017, 03:42 PM
Updated : 13 Nov 2017, 03:45 PM

সোমবার রাতে রংপুরের পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান এ কথা জানান।

শুক্রবার রংপুরে হিন্দু বাড়িঘরে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে কয়েক হাজার মানুষ। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক যুবক নিহত হন।

এ ঘটনায় শনিবার নগরীর গঙ্গাচড়া ও কোতোয়ালি থানায় দুই হাজারের বেশি লোককে আসামি করে দুটি মামলা করে পুলিশ।

শনিবার গ্রেপ্তার হন সদরের খলেয়া ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি ও শলেয়াশাহ জামে মসজিদের ইমাম সিরাজুল ইসলাম সিরাজুল ইসলামসহ ৫৩ জন। আর রোববার গ্রেপ্তার হন আরও ৪৭ জন।

দুদিনে গ্রেপ্তার ১০০ জনকে সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এসপি মিজানুর বলেন, সোমবার সন্ধ্যা পর্যন্ত কোতোয়ালি থানার মামলায় ১৩ জন এবং গঙ্গাচড়া থানার মামলায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে ঠাকুরপাড়ায় পরিদর্শন করেছেন ভারতীয় সহকারী হাইকমিশনার অভিজিৎ চ্যাটার্জি ও জাতীয় পাটির মহাসচিব রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি। এ সময় দলটির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ১০ হাজার করে টাকা সহায়তা দেন।

হিন্দুদের বাড়ি-ঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে জাতীয় পার্টি।

ঠাকুরপাড়ায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

হামলা ও অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শনের মঙ্গলবার ঠাকুরপাড়ায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

সোমবার রাতে রংপুরের জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহেদুজ্জামান এ কথা জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হেলিকপ্টারে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রংপুর আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বেলা ১১টার দিকে ঠাকুরপাড়া গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলবেন।”

পরে আইন-শৃঙ্খলাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানান জেলা প্রশাসক ওয়াহেদুজ্জামান।