নীলফামারীর ডিমলা উপজেলায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল-আরোহী তরুণের মৃত্যু হয়েছে; এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
Published : 02 Nov 2017, 05:46 PM
ডিমলা থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলার খালিশাচাপানী ইউনিয়নের সীমান্ত বাজারে ডালিয়া-জলঢাকা সড়কে হতাহতের এ ঘটনা ঘটে।
নিহত জয়নাল আবেদীন (২৪) জলঢাকা উপজেলার আমরুলবাড়ি গ্রামের মহুবার রহমানের ছেলে।
খালিশাচাপানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেন, জলঢাকা থেকে মোটরসাইকেলে করে জয়নাল, সোহাগ ও শামীম নামে তিন তরুণ ডিমলা উপজেলার ডালিয়া যাচ্ছিলেন।
“সীমান্ত বাজারে একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা ছিটকে পড়েন। এ সময় জয়নাল ঘটনাস্থলেই মারা যান।”
আহত সোহাগ (২২) ও শামীমকে (২৪) স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায় বলে তিনি জানান।
ওসি মোয়াজ্জেম বলেন, দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকসহ চালককে আটক করে পুলিশে দিয়েছে।