ত্রিশালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় এক বালু বিক্রেতা সাংবাদিকদের ওপর হামলা চালিয়ে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Nov 2017, 02:55 PM
Updated : 1 Nov 2017, 04:15 PM

ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান জানান, মঙ্গলবার রাতে উপজেলার রামপুর ইউনিয়নের চকরামপুর বাজারের ইউনিয়ন তাঁতি লীগের অফিসে হামলা হয়।

স্থানীয় সাংবাদিকরা হামলার খবর সংগ্রহ করতে গিয়েছিলেন জানিয়ে তিনি বলেন, এ সময় ওই এলাকার প্রভাবশালী বালু বিক্রেতা আদনান ও তার লোকজন সাংবাদিকদের ওপর চড়াও হন। তারা ভাংচুরের ছবি তুলতে নিষেধ করেন।

“নিষেধ না মানায় সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। তারা দৈনিক সমকালের ত্রিশাল উপজেলা প্রতিনিধি মতিউর রহমান সেলিম, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি জোবায়ের হোসেন, দৈনিক আজকের খবরের প্রতিনিধি মোহাম্মদ সেলিম, সকালের দুনিয়ার প্রতিনিধি নাজমুস সাকিবকে মারধরসহ একটি মোটরসাইকেল ভাংচুর করে।”

আদনান কেন তাদের ওপর হামলা চালিয়েছেন সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি। পুলিশও  এ বিষয়ে কিছু বলতে পারেনি। তাঁতি লীগের অফিসে কারা হামলা করেছিল সে বিষয়েও পুলিশ বা স্থানীয় তাঁতি লীগের নেতারা কিছু বলতে পারেননি।

তবে ‘দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে’ বলে জানিয়েছেন ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান।

এ বিষয়ে বালু বিক্রেতা আদনানের মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাড়া দেননি।