রামপুরা থেকে গ্রেপ্তার ৩ ‘জেএমবি’ রিমান্ডে

সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার জেএমবির তিন ‘সদস্যকে’ জিজ্ঞাসাবাদের জন্য বিভিন্ন মেয়াদে হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে নারায়ণগঞ্জের একটি আদালত।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2017, 01:04 PM
Updated : 31 Oct 2017, 01:04 PM

মঙ্গলবার নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইশরাত জাহানের আদালত এ আদেশ দেন বলে র‌্যাব-১১ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. শাকিল জানান।

তিনি বলেন, চলতি বছর রূপগঞ্জ থানার সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় মনিরুল ইসলাম মনিরুল ওরফে হাফেজ মনির ও আল-আমিন এবং মহসিন তালুকদার ওরফে মিন্টুকে সোমবার রাতে রাজধানীর রামপুরা থেকে গ্রেপ্তার করে র‌্যাব-১১।

“এই তিনজন জেএমবির সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে রূপগঞ্জ ও ফতুল্লা মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে পৃথক দুটি মামলা রয়েছে। তারা সেই মামলার এজাহারভুক্ত আসামি।”

মঙ্গলবার বিকালে তাদের আদালতে হাজির করে ১০দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত মনিরুল ও আল-আমিনকে পাঁচ দিনে এবং মিন্টুকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে বলে জানান র‌্যাব কর্মকর্তা শাকিল।