ইউপি সদস্য মারধর করায় কিশোরীর ‘আত্মহত্যা’

নেত্রকোণায় পাওনা টাকা চাওয়ায় ইউনিয়ন পরিষদ সদস্যের হাতে মারধরের শিকার এক কিশোরী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2017, 09:16 AM
Updated : 31 Oct 2017, 09:17 AM

সদর থানার পরিদর্শক (তদন্ত) আমীর তৈমুর ইলী জানান, মৌগাতী ইউনিয়নের নাটেরকোণা গ্রাম থেকে সোমবার তার লাশ উদ্ধার করা হয়।

নিহত হাফছা খাতুন (১৬) ওই গ্রামের জয়নাল মিয়ার মেয়ে।

এ ঘটনায় ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওই গ্রামের বাসিন্দা ডেণ্ডু মিয়ার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পরিদর্শক আমীর মামলার বরাতে বলেন, ডেণ্ডু গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় ভাগ্নিজামাই জয়নালের কাছ থেকে এক লাখ টাকা ধার নেন।

“বারবার তাগাদা দেওয়া হলেও টাকা ফেরত দেননি ডেণ্ডু মিয়া। রোববার পাওনা টাকা চাওয়ায় ডেণ্ডু মিয়া ক্ষিপ্ত হয়ে জয়নাল, তার স্ত্রী মঞ্জু আরা খাতুন ও মেয়ে হাফছাকে মারধর করেন।”

এই অপমান সহ্য করতে না পেরে হাফছা আত্মহত্যা করেন বলে পরিবারের অভিযোগ।

হাফছা সোমবার দুপুরে বিষপান করার পর তার মৃত্যু হয় জানিয়ে পরিদর্শক আমীর বলেন, ডেণ্ডুকে মিয়াকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।