নড়াইলে স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

নড়াইল সদর উপজেলায় এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2017, 09:16 AM
Updated : 17 Oct 2017, 10:10 AM

সদর থানার ওসি দেলোয়ার হোসেন খান জানান, উপজেলার শুভারগোপ গ্রাম থেকে মঙ্গলবার সকালে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ তারা উদ্ধার করেন।

নিহত নাইস খাতুন (২২) ওই গ্রামের আখের শেখের স্ত্রী।

তিনি সদর উপজেলার বড়গাতি গ্রামের তান শেখের মেয়ে।

এ ঘটনার পর থেকে আখের পলাতক রয়েছেন। 

নাইসের বাবা বলেন, চার বছর আগে আখেরের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। তাদের সংসারে দুই বছরের একটি ছেলে সন্তান রয়েছে। 

“আখের একটি পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। এতে বাঁধা দেওয়ায় সোমবার রাতে সে আমার মেয়েকে শ্বাসরোধে হত্যা করে ঘরের মধ্যে গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখে।”

নাইসের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।

ওসি দেলোয়ার বলেন, “স্থানীয়দের কাছে খবর পেয়ে নাইসের লাশ উদ্ধার করা হয়। তার গলায় ফাঁসের চিহ্ন রয়েছে।”

লাশ ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে, প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।