নোয়াখালীতে ব্যাংকের টাকা ‘আত্মসাৎ’, আটক এক

নোয়াখালীতে প্রতারণার মাধ্যমে ব্যাংকের এক কোটি ৩৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2017, 02:48 PM
Updated : 12 Oct 2017, 02:48 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শহর মাইজদী থেকে হাফেজ রহমত উল্লাহকে (৫০) আটক করা হয়।

রহমত উল্লাহ বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের কাজীর হাটের মো. লোকমান মিয়ার ছেলে।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় নোয়াখালীর উপ-পরিচালক তালেবুর রহমান জানান, হাফেজ রহমত উল্লাহ জেলার বিভিন্ন স্থানে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও জমিদার হাটে প্রতারণার মাধ্যমে একটি জমি বার বার দেখিয়ে আইএফআইসি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও ব্র্যাক ব্যাংক থেকে কয়েক ধাপে এক কোটি ৩৭ লাখ টাকা ঋণ নেন।

“এরপর তিনি ব্যাংকের কোনো টাকা পরিশোধ না করে আত্মগোপনে চলে যান।”

এ ব্যাপারে ব্র্যাক ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের অভিযোগের প্রেক্ষিতে দুদক তাকে আটক করেছে বলে তিনি জানান।

তালেবুর রহমান আরও জানান, এ ব্যপারে দুদকের সহকারী পরিচালক আল মামুন বাদী হয়ে মামলা দায়েরের পর তাকে আদালতে হাজির করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।