সাগর থেকে আরও এক রোহিঙ্গার লাশ উদ্ধার

কক্সবাজারের টেকনাফের সাগর থেকে আরও এক রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হয়েছে; যিনি চারদিন আগে নাফ নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ছিলেন বলে ধারণা করছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2017, 11:41 AM
Updated : 12 Oct 2017, 11:44 AM

টেকনাফ থানার ওসি মাইন উদ্দিন খান জানান, বৃহস্পতিবার দুপুরে নাফ নদীর শাহপরীরদ্বীপ পয়েন্ট থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

নিহত পুরুষটির বয়স আনুমানিক ৩৫ বছর।

এ নিয়ে এ পর্যন্ত ওই ঘটনায় ৩১ রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার হল। যাদের মধ্যে ১৬ শিশু, ১৩ নারী ও ৩ জন পুরুষ রয়েছে।

ওসি মাইন উদ্দিন বলেন, বৃহস্পতিবার দুপুরে বঙ্গোপসাগরের শাহপরীরদ্বীপ পয়েন্টে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সাগরে ভাসমান মৃতদেহটি উদ্ধার করে।

মৃতদেহ স্থানীয়দের সহায়তায় দাফনের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

গত রোববার টেকনাফে নাফ নদীর শাহপরীর দ্বীপের গোলারচর পয়েন্টে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবির ঘটনা ঘটে। এতে ঘটনার পরপরই দুজনের মৃতদেহ এবং আটজনকে জীবিত উদ্ধার করা হয়।