ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে সিসিক

নগরীর ফুটপাত থেকে হকার ও অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্বিতীয় দিনে অভিযান চালিয়েছে সিলেট সিটি কর্পোরেশন।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Oct 2017, 09:28 AM
Updated : 10 Oct 2017, 09:29 AM

মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে মঙ্গলবার বেলা ১২টার দিকে এ অভিযান চালানো হয়।

অভিযানে বন্দরবাজার, সুরমা মার্কেট ও জিন্দাবাজাসহ কয়েকটি এলাকার ফুটপাত ও স্থায়ী দোকানগুলোর সামনে থেকে অস্থায়ী দোকান তুলে দেওয়া হয়। পরে অটোরিকশা, লেগুনা ও ট্রাক চালকদেরকে সড়কের যত্রতত্র না দাঁড়াতে নির্দেশ দেন মেয়র।

পরবর্তীতে স্থায়ী দোকানের সামনে অস্থায়ী দোকান বসানো হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি তিনি।

মেয়র আরিফুল সাংবাদিকদের বলেন, “কোনভাবেই আর ফুটপাতে হকার বসতে দেওয়া হবেনা। উচ্ছেদ করা হকারদের ব্যবসার সুবিধার্থে হকার্স মার্কেট নতুন করে বানানো হচ্ছে।”

ফুটপাত দখলমুক্ত করতে সিলেট সিটি কর্পোরেশেনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এদিকে ফুটপাতের অবৈধ দখলদার উচ্ছেদ ও তাদের তালিকার নির্দিষ্ট সময়ের মধ্যে জমা না দেওয়ায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও কোতোয়ালি থানার ওসি গৌছুল হোসেনকে তলব করেছে আদালত।

আদালতের অনুলিপি পাওয়ার পর সোমবার ফুটপাত দখলমুক্ত করতে নগরীর বন্দরবাজার ও জিন্দাবাজার এলাকায় অভিযানে যান মেয়র।