মজুরি বকেয়া, খুলনার ২ পাটকলে শ্রমিক বিক্ষোভ

বকেয়া মজুরি পরিশোধের দাবিতে উৎপাদন বন্ধ রেখে সড়কে নিয়ে বিক্ষোভ করেছেন খুলনার প্লাটিনাম ও ক্রিসেন্ট জুট মিলের শ্রমিকরা।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2017, 12:36 PM
Updated : 5 Oct 2017, 12:36 PM

বিক্ষুদ্ধ শ্রমিকরা বৃহস্পতিবার বিআইডিসি রোডে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

এ সময় তারা মজুরি পরিশোধের দাবিতে কর্মকর্তাদের বিরুদ্ধে স্লোগান দিয়ে মিল গেট, বিআইডিসি রোডসহ আশপাশ এলাকায় খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল করেন।

শ্রমিকরা জানান, গত ৭ সপ্তাহের মজুরি দিতে ব্যর্থ হয়েছে মিল কর্তৃপক্ষ।  মজুরি ঘোষণা অথবা বিল স্লিপ না দেওয়ায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ কারণে তারা দুপুরে কাজ বন্ধ করে দিয়ে সড়কে নামে এবং বিক্ষোভ করেন।  

ক্রিসেন্ট জুট মিলের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আহমেদ হোসেন বলেন, শ্রমিকদের ৬ সপ্তাহের মজুরি বকেয়া রয়েছে। প্রতি সপ্তাহে দেড় কোটি টাকা মজুরি হিসেবে দেওয়া হয়।

“আর দুই মাসে কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাবদ এক কোটি টাকার বেশি বকেয়া হয়েছে।”

মিলে উৎপাদিত পণ্য রয়েছে প্রায় ৪০ কোটি টাকার। তবে বেশ কয়েকদিনের ছুটির ফাঁদে পড়ে বকেয়া হয়েছে বলে তিনি জানান।

প্লাটিনাম জুটমিলের মহাব্যবস্থাপক (জিএম) মো. শাহজাহান বলেন, মজুরি আর বেতন বাবদ প্রায় দশ কোটি টাকা বকেয়া রয়েছে। তবে মিলে উৎপাদিত পণ্য রয়েছে ৭৫ কোটি টাকার। আগামী দুই সপ্তাহের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে।

তবে শ্রমিকদের মধ্যে বিভক্তির কারণে এই বিক্ষোভ চলছে বলে দাবি করেন তিনি।