রোহিঙ্গা ক্যাম্পে বহিরাগতদের প্রবেশে কড়াকড়ি

রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের অভ্যন্তরে বহিরাগতদের প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে জেলা প্রশাসন।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2017, 01:27 PM
Updated : 3 Oct 2017, 01:27 PM

বিনা প্রয়োজনে ক্যাম্পে কেউ প্রবেশ করতে পারবে না বলে মঙ্গলবার কক্সবাজারের পুলিশ সুপার একে এম ইকবাল হোসেন জানান।

তিনি বলেন, মঙ্গলবার উখিয়ার বালুখালী ও কুতুপালং শরণার্থী ক্যাম্পের অভ্যন্তরে বেশ কয়েকজনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। পরে আইনশৃংখলা বাহিনী ১৫০ জনকে আটক করে।

পরে জিজ্ঞাসাবাদ করে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানান পুলিশ কর্মকর্তা ইকবাল ।

এসপি বলেন, “এ ঘটনার পর থেকে বালুখালী ও কুতুপালং শরণার্থী ক্যাম্পের অভ্যন্তরে বহিরাগতদের বিনা প্রয়োজনে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়। আইনশৃংখলা বাহিনী বহিরাগতদের বিষয়ে আরও বেশি নজরদারি করবে।”

এ নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।