বগুড়ায় বেগুনি কালিম উদ্ধার

বগুড়ায় পরিবেশবাদী সংগঠনের সহায়তায় দুটি বেগুনি কালিম পাখি উদ্ধার করেছে বনবিভাগ।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2017, 01:29 PM
Updated : 2 Oct 2017, 01:29 PM

সোমবার ঢাকার বোটানিক্যাল গার্ডেনের পরিচালক মোল্লা রেজাউল করিম এ কথা জানান।

তিনি বলেন, টিম ফর এনার্জি অ্যান্ড ইনভায়রনমেন্টাল রিসার্চ (তীর)  নামে একটি সংগঠনের কর্মীরা গত ২৮ সেপ্টেম্বর বগুড়ার শিবগঞ্জে বুড়িগঞ্জ এলাকায় বেদে সম্প্রদায়ের কয়েকজন লোকের কাছে  দুটি বেগুনি কালিম দেখতে পান।

“পরে তারা বিষয়টি বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মিজানুর রহমানকে অবহিত করেন। পরে তিনি জয়পুরহাটের কালাই রেঞ্জের সামাজিক বন কর্মকর্তাকে নির্দেশ দিলে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে রোববার পাখি দুটি উদ্ধার করে।

সোমবার পাখি দুটি ঢাকার বোটানিক্যাল গার্ডেনে পাঠানো হয়েছে বলে জানান রেজাউল।

তীরের সাধারণ সম্পাদক আরাফাত রহমান বলেন, “বেদেরা পাখি দুটি সিলেটের হাওড় এলাকা থেকে ধরেছিল। পরে তা বিক্রির চেষ্টা করে তারা।”