ধুনট প্রেসক্লাবের পুরাতন ভবন দখলমুক্ত করল প্রশাসন

বগুড়ার ধুনটে অবৈধ দখল থেকে ধুনট প্রেসক্লাবের পুরাতন ভবন অবশেষে দখলমুক্ত করে প্রশাসন।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2017, 12:20 PM
Updated : 28 Sept 2017, 12:20 PM

বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আখতার ভবনটি দখলমুক্ত করেন বলে ধুনটের ইউএনও রাজিয়া সুলতানা।

তিনি বলেন, ধুনট বাজারে সরকারি জায়গায় ‘ধুনট প্রেসক্লাবের’ নামে একটি ঘর তৈরি করা হয়েছিল। সেখানে কোনো সাংবাদিক কাজ করে না।

“নিজেকে মানবজমিন পত্রিকার সাংবাদিক দাবি করে সাইনবোর্ড লাগিয়ে অবৈধ কাজ করে আসছিল। ঘরটি ছেড়ে দেওয়ার জন্য তাকে নোটিশ দেওয়া হয়। বুধবার কামরুল অফিসে এসে আমার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং ঘরটি ছেড়ে দিতে অস্বীকৃতি জানান। পরে তাকে গ্রেপ্তার করা হয়।”

ইউএনও বলেন, বৃহস্পতিবার এসিল্যান্ড ভবনটি দখলমুক্ত উপজেলা শিল্পকলা একাডেমির সাইবোর্ড ঝুলিয়ে দেন।