নীলফামারীর ডিমলায় এক গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের মামলায় ২৪ আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত।
Published : 19 Sep 2017, 10:25 PM
জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোছা. কামরুন নাহার মঙ্গলবার এই আদেশ দেন বলে জানান ওই আদালত পুলিশের জিআরও স্বপন কুমার রায়।
মামলার নথি থেকে জানা যায়, চলতি বছরের ৩ অগাস্ট দুপুরে খালিশাচাপানী ইউনিয়নের বাইশপুকুর ক্লোঝাড় গ্রামের লালন মোল্লার স্ত্রী শেফালী বেগমকে (৩৫) গরু চুরির অভিযোগে সালিশীর নামে গাছে বেঁধে নির্যাতন করা হয়।
এ অভিযোগে শেফালীর মামা সহিদুল ইসলাম বাদী হয়ে ৬ অগাস্ট ডিমলা থানায় ১৯ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।
পরবর্তীতে ১৪ অগাস্ট শেফালী বেগম ওই ১৯ জনসহ মোট ৩১ জনের নাম উল্লেখ করে ডিমলা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
স্বপন কুমার বলেন, দুই মামলার ৩১ জন আসামির মধ্যে ২৪ জন মঙ্গলবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত তাদের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।