পাবনায় সাংবাদিকের ওপর হামলা

পাবনায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার প্রতিনিধির ওপর হামলা চালিয়ে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2017, 07:09 AM
Updated : 18 August 2017, 07:10 AM

আহত মোবারক বিশ্বাস পাবনা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

হাসপাতালে চিকিৎসক সুবর্ণা আক্তার বলেছেন, “মোবারকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। সেলাই দিয়ে ব্যান্ডেজ করা হয়েছে। আর তার দুই হাত ব্যাপক ইনজুরড হয়েছে। হাত দিয়ে রডের আঘাত ঠেকাতে গিয়ে এটা হতে পারে। তবে তিনি আশঙ্কামুক্ত।”

সদর থানার ওসি আব্দুর রজ্জাক জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মোবারক বাড়ি ফেরার সময় পাবনা শহরের বালিয়াহালট এলাকায় একদল মুখোশধারী তাকে ঘিরে ধরে রড ও পাইপ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা এগিয়ে গেলে তারা পালিয়ে যায়।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায় জানিয়ে তিনি বলেন, “পূর্ব বিরোধের জেরে হামলার এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।”

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক উৎপল মির্জা, পাবনা টেলিভিশন ও অনলাইন সাংবাদিক সমিতির সভাপতি কাজী বাবলা, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা ড্রামা সার্কেলের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান রাসেল।

তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।