জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

জয়পুরহাটের বিদ্যুৎস্পৃষ্টে এক কাপড় ব্যাবসায়ী ও এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 August 2017, 11:17 AM
Updated : 15 August 2017, 11:17 AM

মঙ্গলবার পাঁচবিবি ও কালাই উপজেলায় এ দুঘটনা ঘটে।

নিহতরা হলেন পাঁচবিবির চালহাটি মোড়ের কাপড় ব্যবসায়ী সৌরভ হোসেন (২০) ও ক্ষেতলাল উপজেলার খলিসাগাড়ি গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে গৃহনির্মাণ শ্রমিক জাকির হোসেন (২৫)।

কালাই থানার ওসি নূরুজ্জামান চৌধুরী বলেন, “মঙ্গলবার বেলা ১১টার দিকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার নূরুজ্জামান সরকারের বাসায় প্লাস্টারের কাজ করছিলেন জাকির।

“এ সময় ঘরের একটি বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে ঝাঁকুনিতে মাটিতে পড়ে আহত হন তিনি।”

স্থানীয়রা তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীর অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পাঁচবিবি থানার ওসি আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শোক দিবসের পতাকা টানানোর জন্য সকাল ৮ টার দিকে বাড়ির দোতালার যান সৌরভ।এ সময় বিদ্যুতের তারের সঙ্গে বাঁশ লেগে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি।”

স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান ওসি।