নওগাঁর রাণীনগরে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে কুপিয়ে জখম করা হয়েছে।
Published : 13 Aug 2017, 06:06 PM
রোববার দুপুর ১২টায় উপজেলার বিজয়ের মোড়ে সোনালী ব্যাংকের সামনে সদর ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টুর ওপর এ হামলা হয় বলে জানান রানীনগর থানার ওসি মোস্তাফিজুর রহমান।
পিন্টু উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক।তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি মোস্তাফিজুর বলেন, চেয়ারম্যান পিন্টু সোনালী ব্যাংকে লেনদেন শেষে মোটর সাইকেলে করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ফিরছিলেন।পথে বিজয়ের মোড়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
তাকে উদ্ধার করে রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
নির্বাচনী বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে এই হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন এ পুলিশ কর্মকর্তা।