ময়মনসিংহ ও মুন্সীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ৪ জনের মৃত্যু

ময়মনসিংহ ও মুন্সীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক দম্পতিসহ চারজনের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ ও মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2017, 01:38 PM
Updated : 11 August 2017, 01:38 PM

শুক্রবার হালুয়াঘাট উপজেলার স্বদেশী ইউনিয়নের হাঁপানিয়া গ্রামে এক দম্পতি ও মুন্সীগঞ্জ সদরের আধারা সরাদি গ্রামে দুই শিশুর মৃত্যু হয়।

স্থানীয়দের বরাত দিয়ে হালুয়াঘাট থানার ওসি কামরুল ইসলাম মিঞা বলেন, “গ্রামের পল্লী বিদ্যুতের একটি তার ছিঁড়ে বসত ঘরের টিনের চালে পড়ে।   অজান্তে চালে হাত দিয়ে সুভাষ সরকার (৬৫) বিদ্যুতস্পৃষ্ট হয় । এ সময় স্বামীকে রক্ষা করতে স্ত্রী সুমিতি সরকারও (৫৮) বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।”

মুন্সীগঞ্জ সদর থানার ওসি ইউনুচ আলী জানান, “ঝড়ের সময় ছেঁড়া বিদ্যুতের একটি তার পুকুরে পড়ে ছিল। বিকালে খেলতে গিয়ে ওই পুকুরে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় শিশু রোহান ও জুনায়েদ। পরে তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেওয়া চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।”

রোহান সরাদি গ্রামের কামাল মিয়ার ও জুনায়েদ একই গ্রামের নুরজ্জামানের ছেলে। 

শিশুটিকে উদ্ধার করতে গিয়ে তাদের মা ও এক প্রতিবেশী আহত হয়েছেন। তারা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানান তিনি।