ঝালকাঠিতে কৃষক হত্যায় দুই ভাইসহ ৩ জনের মৃত্যুদণ্ড

ঝালকাঠিতে কৃষক মুনছুর আলী খানকে গলা কেটে হত্যার দায়ে দুই ভাইসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2017, 10:03 AM
Updated : 26 July 2017, 10:03 AM

বুধবার দুপুরে ঝালকাঠি অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ বজলুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন নলছিটি পৌর এলাকার নাঙ্গুলী গ্রামের ওহাবা খানের দুই ছেলে জামাল খান ও খলিলুর রহমান এবং একই গ্রামের আদম আলীর ছেলে সোহরাব হোসেন।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় নাঙ্গুলী গ্রামের রুস্তুম খান ও জাকির হোসেন নামে দুই আসামিকে আদালত খালাস দিয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী এম আলম খান কামাল।

মামলার বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জমি নিয়ে বিরোধের জেরে ২০০০ সালের ২২ অক্টোবর রাতে নলছিটি পৌর এলাকার নাঙ্গুলী গ্রামের কৃষক মুনছুর আলী খানের বাড়িতে হামলা চালায় আসামিরা। এক পর্যায় ঘরের ভেতর ঢুকে মুনছুর আলীকে গলা কেটে হত্যা করে তারা।

“এসময় মুনছুরের ছেলে আবদুল মজিদ খান ও মেয়ে নিলুফা বেগমকেও কুপিয়ে হত্যাচেষ্টা করা হয়।”

এ ঘটনায় পরের দিন নিহতের ছেলে আবদুল মজিদ খান বাদী হয়ে সাতজনকে আসামি করে মামলা করেন। মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্ত করার দায়িত্ব দেয় আদালত।

তদন্ত করে ২০১৪ সালের ২৪ নভেম্বর দুই আসামিকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে আদালতে অভিযোগপত্র দেন সিআইডির পরিদর্শক আবুল খায়ের।

২০১৫ সালের ২৫ অগাস্ট আদালত পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বলে জানান এ আইনজীবী।