খুলনায় ‘ছিনতাইকারীর’ চোখ উপড়েছে স্থানীয়রা

খুলনা শহরের গোয়ালখালী বাসস্ট্যান্ডে এক ‘ছিনতাইকারীর’ দুই চোখ উপড়ে দিয়েছে স্থানীয়রা; যার নামে অর্ধডজন মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2017, 09:45 AM
Updated : 19 July 2017, 10:05 AM

খালিশপুর থানার ওসি মো. নাসিম খান জানান, আহত মো. শাহজালাল ওরফে শাহকে (৩১) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়েছে।

শাহজালাল খুলনা শহরের খালিশপুর নয়বাটি রেল বস্তি এলাকার জাকির হোসেনের ছেলে।

ওসি নাসিম প্রাথমিক তদন্তের বরাতে বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে পুরাতন যশোর রোডের শুকুর আহমেদের স্ত্রী ও মেয়ে হাসপাতালে যাচ্ছিলেন।

“এ সময় একটি মোটরসাইকেলে করে এসে দুই ব্যক্তি তাদের ব্যাগ ছিনিয়ে নেয়। তারা চিৎকার দিলে স্থানীয়রা গিয়ে শাহজালালকে ধরে পিটুনী দেওয়ার পর দুই চোখ তুলে ফেলে। তবে শাহজালালের সঙ্গী শুভ মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।”

খবর পেয়ে পুলিশ গিয়ে শাহজালালকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করায় বলে জানান ওসি নাসিম।

শাহজালালের বিরুদ্ধে পিরোজপুর, খুলনা সদর ও ডুমুরিয়া থানায় হত্যা, ডাকাতি ও মাদকসহ অর্ধডজন মামলা রয়েছে জানিয়ে তিনি বলেন, ছিনতাইয়ের ঘটনায় তার নামে দ্রুত বিচার আইনে খালিশপুর থানায় আরও একটি মামলা হয়েছে।