রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় ২টি কমিটি

পাহাড় ধসের ঘটনায় রাঙামাটিতে দুটি কমিটি গঠন করা হয়েছে।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 June 2017, 04:04 PM
Updated : 14 June 2017, 04:04 PM

বুধবার বিকালে তার কার্যালয়ে এক সভায় জেলা প্রশাসক মানজারুল মান্নান জানান, রাঙামাটিতে এ পর্যন্ত ১০৫ জন নিহত হয়েছেন। আরও কয়েকজন নিখোঁজ থাকতে পারেন।

এ ঘটনায় গঠিত দুই কমিটির একটি ক্ষয়ক্ষতি নিরুপণ করবে এবং অপরটি ত্রাণ কাজ চালাবে।

তবে কমিটি দুটির সদস্য সংখ্যা কত তা তাৎক্ষণিকভাবে জানাননি তিনি।

জেলা প্রশাসক বলেন, এর আগে ৯৮ জনের মৃত্যুর খবর জানানো হয়েছিল। পরে রাঙামাটি সদরে ৫ জন এবং জুরাছড়িতে ২ জন নিহতের খবর পাওয়া যায়।

পাহাড় ধসের এলাকায় উদ্ধার কাজ বৃহস্পতিবারও চলবে বলে জানান তিনি।

এদিকে, আবার নিম্নচাপের কারণে বৃষ্টিপাতে ফের পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরতদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে শহরে মাইকিং করা হচ্ছে।

সভায় জেলা প্রশাসক ছাড়াও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অসীম কুমার উকিল, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার, এসপি সাইদ তারিকুল হাসানসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।