ধামরাইয়ে ডাকাতি প্রস্তুতির অভিযোগে গ্রেপ্তার ৪

ঢাকার ধামরাই উপজেলায় ডাকাতি প্রস্তুতির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কেরানীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 June 2017, 08:12 AM
Updated : 13 June 2017, 08:13 AM

ধামরাই থানার কাওয়ালিপাড়া পুলিশ ফাঁড়ীর পরিদর্শক মো. সোহেল রানা জানান, সোমবার রাতে উপজেলার কাওয়ালিপাড়া নান্দেশ্বরী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন - উপজেলার ধলকুন্দু এলাকার জানে আলমের ছেলে মো. আলামিন (২০), জাহাঙ্গীর আলমের ছেলে মো. আলামিন (১৮), মৌসাষী এলাকার হাসেম আলীর ছেলে মিলন আলী (১৯) ও আব্দুল মালেকের ছেলে মো. সুমন (২০)।

পরিদর্শক রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই চার তরুণ ডাকাতদলে নতুন নাম লিখিয়েছেন। তারা স্থানীয় ডাকাত।

“সোমবার গভীর রাতে সাটুরিয়া রোডের নান্দেশ্বরী এলাকার একটি লেবুক্ষেতে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।”

এ সময় আরও কয়েকজন পালিয়ে গেছে জানিয়ে পরিদর্শক রানা বলেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি কাটার, দুটি চাপাতি ও একটা সাদা ছুরি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকালে তাদের বিরুদ্ধে পুলিশ ডাকাতি প্রস্তুতির মামলা দিয়ে আদালতে পাঠিয়েছে বলে জানান পরিদর্শক রানা।