পদ্মা সেতুর ৪০ ভাগ কাজ সম্পন্ন: কাদের

পদ্মা সেতুর ৪০ ভাগ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেনসড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2017, 12:40 PM
Updated : 8 Jan 2017, 12:41 PM

রোববার মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চরে পদ্মা সেতুর সংযাগ সড়ক উদ্বোধনে গিয়ে একথা জানান তিনি।

মন্ত্রী বলেন, “সার্বিকভাবে পদ্মাসেতুর ৪০ ভাগ কাজ শেষ হয়েছে। আগামী ২০১৮ সালের ডিসেম্বর মাসে মূল পদ্মাসেতুর কাজ শেষ হবে।”

পাচ্চর বাসস্ট্যান্ড থেকে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় মূল পদ্মা সেতুর মুখ পর্যন্ত ১২ কিলোমিটার সংযোগ সড়কের আট কিলোমিটার রোববার জন সাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

উদ্বোধন শেষে ওবায়দুল কাদের বলেন, পাচ্চর থেকে কাঁঠালবাড়ি পর্যন্ত সংযোগ সড়কটি খুলে দেওয়ায় দক্ষিণাঞ্চলের মানুষ পদ্মাসেতুর সুফল ভোগ শুরু করবে। এই সড়ক দিয়ে কাঁঠালবাড়ি ফেরি ঘাট দিয়ে এই অঞ্চলের মানুষ পদ্মা পারি দিলে এক ঘণ্টা সময় বেঁচে যাবে।

এতে জনদুর্ভোগ কমে অল্প সময়ের মধ্যে মানুষ ঢাকায় যাওয়া-আসা করতে পারবে বলে মন্তব্য করেন আওয়ামীলীগের এ সাধারণ সম্পাদক।

পরে পাচ্চরে স্থানীয়দের সঙ্গে এক মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেনআওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুরের সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রোকসানা ইয়াসমিন ছুটি, মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান প্রমুখ।