‘সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়’

সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাগুলোকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2016, 12:53 PM
Updated : 13 Nov 2016, 12:56 PM

রোববার পঞ্চগড় সার্কিট হাউজে এক সংক্ষিপ্ত যাত্রা বিরতিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

সেইসঙ্গে বাংলাদেশ সরকার এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবে বলেও আশা প্রকাশ করেন ভারতীয় হাই কমিশনার।

এর আগে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পঞ্চগড়ে প্রবেশ করেন তিনি। জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল সার্কিট হাউজে হাই কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান।

সেখানে ১৮ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল হাকিম মোহাম্মদ নওশাদ ও তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানিউল ফেরদৌস তাকে স্বাগত জানান।

ভারতীয় ভিসা প্রাপ্তিতে জটিলতার বিষয়ে এক প্রশ্নে শ্রিংলা বলেন, “আমাদের যেসব অসুবিধা আছে তা অল্প সময়ের মধ্যে দূর করা হবে। এ জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদেরকে কিছু সময় দিতে হবে।”  সীমাবদ্ধতা সত্ত্বেও অনেক জায়গায় ভিসা পদ্ধতি সহজ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সহকারী হাই কমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায়, ফার্স্ট সেক্রেটারি নিনাদ দেশ পান্ডে, থার্ড সেক্রেটারি রাকেশ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।