ঝালকাঠিতে ভাংচুর করা কালী মন্দির পরিদর্শনে ডিআইজি

প্রতিমা ভাংচুরের ঘটনার পর ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া গ্রামের কালী মন্দির পরিদর্শন করেছেন বরিশালের ভারপ্রাপ্ত ডিআইজি মো. আকরাম হোসেন।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2016, 01:09 PM
Updated : 7 Nov 2016, 01:09 PM

সোমবার দুপুরে মন্দিরটি পরিদর্শনের সময় তার সঙ্গে ঝালকাঠি পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমানসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় তারা ওই এলাকার বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেন এবং ক্ষতিগ্রস্ত মন্দির ঘুরে দেখেন।

ডিআইজি বলেন, ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার রাতের কোনো এক সময় পোনাবালিয়া গ্রামের সার্বজনীন কালী মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে। রোববার সকালে প্রতিমা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয় মন্দির কমিটি।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।