বরিশালে কাঠের গোলা, মাছের আড়ৎ ভস্মীভূত

বরিশাল নগরীতে পৃথক অগ্নিকাণ্ডে আসবাবপত্র ও মাছের আড়তসহ ৩৬টি দোকান পুড়ে গেছে।  

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2016, 09:51 AM
Updated : 23 Sept 2016, 09:51 AM

শুক্রবার ভোরে দপ্তরখানায় কাঠ ও আসবাবপত্রের দোকন, বৃহস্পতিবার রাতে পোর্ট রোডের মাছের আড়তে এ অগ্নিকাণ্ড হয় বলে বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আলাউদ্দিন জানান।

ফায়ার সার্ভিস বলছে, দুটি আগুনের ঘটনায় প্রায় পৌনে এক কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আলাউদ্দিন জানান, ভোর পৌনে ৫টার দিকে দপ্তরখানার একটি কাঠের গোলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

“তবে কাঠের দোকান ও আসবাবপত্রের দোকানগুলো পাশাপাশি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে ১৬টি দোকান পুড়ে যায়।”

দোকানগুলোর ভেতরে আনুমানিক ৪০ লাখ টাকা মূল্যের কাঠ ও আসবাবপত্র ছিল বলে জানান তিনি।

এদিকে রাত সাড়ে ১২টার দিকে পোর্ট রোডের মৎস্য আড়তে আগুন লেগে ২০টি দোকান পুড়ে যায় বলে ফায়ার সার্ভিস কর্মকর্তা আলাউদ্দিন জানান।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আড়তের ঘরগুলো পাশাপাশি হওয়ায় অল্প সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।

“আগুনে আড়তের রেফ্রিজারেটর, ইলিশ মাছসহ নগদ অর্থ পুড়ে গেছে। মারা গেছে তিনটি গরু; দগ্ধ হয় আরও তিনটি। ”
এ অগ্নিকাণ্ডে ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা ফায়ার সার্ভিসের এ কর্মকর্তার। 

দুটি ঘটনার সূত্রপাত বৈদ্যুতিক গোলোযোগের কারণে বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের।