পদ্মার ভাঙন ও তীব্র স্রোতে রাজবাড়ীর দৌলতদিয়ায় দুইটি ফেরি ঘাট বন্ধ থাকায় দুই পাড়ে পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েকশ যান।
Published : 07 Sep 2016, 03:43 PM
বুধবার দৌলতদিয়ার ২ নম্বর ও ৩ নম্বর ঘাট বন্ধ থাকায় তিন শতাধিক যান পারাপারের অপেক্ষায় রয়েছে বলে জানান দৌলতদিয়া বিআইডব্লিউটিএ-এর সহকারী প্রকৌশলী শাহ আলম।
ফলে দৌলতদিয়া পাড়ের সঙ্গে সঙ্গে পাটুরিয়ায়ও শতাধিক যান পারাপারের অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি।
ঘাটের চলমান সংকট কাটাতে তারা দিনরাত পরিশ্রম করলেও ঈদের আগে ঘাটের খুব বেশি উন্নতির নিশ্চয়তা দিতে পারছেন না বিআইডব্লিউটিএ-এর এ কর্মকর্তা।
বালুর বস্তা ফেলে কোনোমতে ভাঙন ঠেকানোর চেষ্টা করলেও তীব্র স্রোতের কারণে তা ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। ফলে ঘরমুখো মানুষের ভোগান্তি হতে পারে বলেও আশঙ্কা করছেন তিনি।
তবে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ঘাট মেরামতের কাজ চলছে। যাত্রী ও যানবাহন পারাপারে প্রাকৃতিক দুর্যোগের কারণে সাময়িক দুর্ভোগ হলেও হতাশ হওয়ার কিছু নেই।