নদী ভাঙন ও স্রোতের মধ্যে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের চারটি ফেরিঘাটের মধ্যে তিনটিই অচল হয়ে পড়েছে। এখন একটি ঘাট দিয়ে ফেরিতে যানবাহন ওঠানামা করছে।
Published : 05 Sep 2016, 07:59 PM
এ কারণে ফেরি পারাপারে বিলম্ব হওয়ায় ঘাটে দুই শতাধিক ট্রাকসহ প্রায় চারশ যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।
দৌলতদিয়া বিআইডব্লিউটিসির ঘাট ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, এ পরিস্থিতিতে কর্তৃপক্ষ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচলকারী যানবাহনগুলোকে বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দিয়েছে।
তিনি জানান, নদী ভাঙন এবং প্রচণ্ড স্রোতের কারণে মাঝে মাঝে ঘাট বিপর্যস্ত হয়ে পড়ছে। বর্তমানে শুধু ৩ নম্বর ঘাটটি চালু রয়েছে। আর এর ফলে স্বাভাবিক যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে।
বিআইডব্লিউটিএ-এর উপসহকারী প্রকৌশলী শাহ আলম জানান, অচল ২ নম্বর ফেরিঘাটটি সচল করার জন্য পন্টুন স্থানান্তর করে ১ নম্বর ঘাটে সংযোজন করার কাজ শুরু হয়েছে।