পদ্মা সেতুর ‘সুপার স্ট্রাকচার’ মংলা থেকে মাওয়ার পথে রওনা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
Published : 02 Aug 2016, 06:06 PM
সোমবার বিকালে মংলা সমুদ্র বন্দর থেকে মাওয়ার উদ্দেশে জাহাজটি রওনা হয় বলে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান।
তিনি বলেন, জুলাই মাসের শেষ সপ্তাহে চীনের পতাকাবাহী একটি জাহাজে করে এ সুপার স্ট্রাকচার মংলা বন্দরে পৌঁছে। কাস্টমস ক্লিয়ারেন্স শেষে সেখান থেকে নদীপথে মাওয়ার উদ্দেশে পাঠানো হয়।
“মঙ্গলবার বিকালে জাহাজটি শরীয়তপুরের সুরেশ্বর কাছে পৌঁছার কথা রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ৩/৪ দিনের মধ্যেই মাওয়ায় পৌঁছবে।”
ভর বর্ষায় নদী উত্তাল থাকার পরও সেতুর নির্মাণ সঠিকভাবে এবং পরিকল্পনা মাফিক চলছে জানিয়ে নির্বাহী প্রকোশলী আব্দুল কাদের বলেন, এই চালানে একটি স্প্যান পরিমাণ ‘সুপার স্ট্রাকচার’ রয়েছে। আরেকটি স্প্যান পরিমাণ (১৫০ মিটার) স্ট্রাকচারও শিগগিরই আসবে।”
“আগামী ডিসেম্বরে পদ্মা সেতু দৃশ্যমান হবে। প্রথমে জাজিরা প্রান্তে দুই স্প্যান পরিমাণ (৩০০ মিটার) সেতু দৃশ্যমান হবে।”
পদ্মা সেতুতে মোট ৪১টি স্প্যান থাকছে, যার প্রতিটির দৈর্ঘ্য ১৫০ মিটার বলে জানান তিনি।