পিরোজপুরে একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
Published : 18 Jul 2016, 01:32 PM
রোববার রাতে ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ি বাজার এলাকার বাসিন্দা ফুল মিয়া (৪০) খুন হন বলে জানান ভাণ্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) শেখ সরোয়ার হোসেন।
এ ঘটনায় এমাদুল হক (৪৫) ও আব্দুল জলিল (৩৫) নামে আরও দুইজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ বলছে, জমির বিরোধে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। তবে পরিবারের অভিযোগ, রাজনৈতিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে।
ভাণ্ডারিয়া উপজেলা জাতীয় পার্টির (মঞ্জু) সদস্যসচিব ও ধাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু বলছেন, রোববার সন্ধ্যায় ফুল মিয়াসহ কয়েকজন ইকড়ি বাজার থেকে বাড়ি ফিরছিলেন।
“পথে বোর্ড স্কুলের সামনে পৌঁছালে আওয়ামী লীগের ১৫-২০ জনের একটি দল তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।”
আহতদের চিৎকারে স্থানীয়রা এসে তাদের ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক ফুল মিয়াকে মৃত ঘোষণা করেন।
পরিদর্শক সরোয়ার বলছেন, নিজেদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা ফুল মিয়ার চাচাত ভাই বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিস্তারিত তদন্ত করা হচ্ছে।
ফুল মিয়ার স্ত্রী ফাতেমা বেগমের অভিযোগ, আওয়ামী লীগের লোকজন রাজনৈতিক বিরোধের জেরে তাকে হত্যা করেছে। তবে তিনি কোনো হামলাকারীর নাম বলেননি।
অভিযোগ সম্পর্কে ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খরসু বলছেন, জাতীয় পার্টির অভ্যন্তরীণ কোন্দলের জেরে এই হত্যাকাণ্ডা ঘটেছে। এখন তারা আওয়ামী লীগের কাঁধে দায় চাপানোর চেষ্টা করছে।