শোলাকিয়ার পুকুরে মিলল চায়নিজ কুড়াল, চাপাতি

কিশোরগঞ্জের শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার ঘটনাস্থলের কাছে একটি পুকুর থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে, যেগুলো হামলায় ব্যবহৃত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে র‌্যাব।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 July 2016, 11:25 AM
Updated : 8 July 2016, 12:07 PM

শুক্রবার দুপুরে আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় সংলগ্ন চর শোলাকিয়া এলাকায় এ অভিযান চালানো হয় বলে র‌্যাব জানিয়েছে।

এছাড়া বৃহস্পতিবার সংঘর্ষের পর আটক এক যুবক থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয় বলে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক রাজীব কুমার দেব জানান।

রাজীব কুমার দেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, র‌্যাব-১৪ এর একটি দল পুলিশের উপর হামলা ও বন্দুকযুদ্ধের ঘটনাস্থল আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় সংলগ্ন চর শোলাকিয়া এলাকার একটি পুকুর থেকে দুইটি চায়নিজ কুড়াল ও একটি চাপাতি উদ্ধার করেছে র‌্যাব।

“অস্ত্রগুলি গতকাল সংঘর্ষে জঙ্গিদের ব্যবহৃত হয়ে থাকতে পারে।”

ঈদের সকালে শোলাকিয়া ঈদগা মাঠের আড়াইশ মিটার দূরে পুলিশের ওপর বোমা হামলার দুই কনস্টেবল নিহত হন। পরে গোলাগুলির মধ্যে প্রাণ হারান গৃহবধূ ঝর্ণা রানী।

সন্ত্রাসী হামলার পর পুলিশের অভিযানের মধ্যে সন্দেহভাজন এক হামলাকারীও নিহত হন। পুলিশ ও র‌্যাবের হাতে আটক হন সন্দেহভাজন তিন হামলাকারী।

তাদেরসহ শুক্রবার সকাল পর্যন্ত মোট সাতজনকে পুলিশ আটক করেছে ।

র‌্যাব কর্মকর্তা রাজীব বলেন, আটকদের একজন হলেন শফিউল ইসলাম ওরফে আবু মোকাদ্দেল। আটকের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।